রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর রচনা সমগ্র ০২
মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের উত্তাল কালপর্বে অবির্ভূত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ একাধারে দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের নিবিষ্ট সাধক। মাটি, মানুষ ও ঐতিহ্যের প্রতি আমৃত্যু সমর্পণ তাঁর কাব্যকে দিয়েছে মৃত্তিকালগ্ন, শিকড়স্পর্শী চারিত্র্য। যাবতীয় অসাম্য, শোষণ, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ তাঁকে পরিচিত করেছে ‘তারুণ্যের দীপ্র প্রতীক’-এ।
মাত্র পঁয়ত্রিশ বছরের স্বল্পায়ু জীবনে রুদ্র রচনা করেছেন ঈর্ষনীয় সংখ্যক কবিতা; অসংখ্য গান, গল্প ও একটি কাব্যনাট্য। বর্তমান গ্রন্থ পাঠককে আগ্রহী করে তুলবে সমগ্র রুদ্র-পাঠে।
Download
Rudra Mohammad Shahidullah - Kabita Samagra 2 in pdf