বরণীয় মানুষ স্মরণীয় বিচার - সুনীল গঙ্গোপাধ্যায়
বিচারের নামে প্রহসন এই পৃথিবীতে নতুন কথা নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজে এবং বিভিন্ন সমাজব্যবস্থায় এই জিনিস চলে আসছে, এবং আজও চলছে। এবং এই বিচারের নামে প্রহসনগুলি তাঁদেরকেই সহ্য করতে হয়েছে , যাঁরা সমাজের নানা প্রচলিত ব্যবস্থা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন, বা সমাজকে একটি নতুন দিশা দেখাতে চেয়েছেন। এবং সমাজের মাথারা বিনা বিচারে, বা অযৌক্তিক বিচারে, প্রকৃত কোনো অভিযোগ ছাড়াই দিয়েছেন মৃত্যুদন্ড বা নির্বাসনদন্ড। সেই সব মানুষ, যাঁদের নাম এখন পৃথিবীময় ছড়িয়ে পড়েছে, তাঁরা তাঁদের মতাদর্শ থেকে সরে আসেননি। তাঁদের মৃত্যু বা নির্বাসনে তাঁদের মতবাদের মৃত্যু ঘটাতে পারেনি, এবং অবশেষে তাঁদের অকারণে শাস্তি যারা দিয়েছে, বিলুপ্তি ঘটেছে তাদেরি। ঠিক যেমন চার্চ যেমন এতদিন পর মেনে নিয়েছে, গ্যালিলিওকে অকারণে অত্যাচার করা হয়েছিল। এই বইতে আছে এমন কয়েকজন বরণীয় মানুষের কথা, যারা নিজের মতামত জোর গলায় জানাতে গিয়ে অপ্রিয় হয়েছেন সমাজের, ভুল এবং হাস্যকর বিচারের স্বীকার হয়েছেন, এবং তাঁদের সেইসব স্মরণীয় বিচারের খতিয়ান।
সুনীল গঙ্গোপাধ্যায়ের জরীর কলমে ফুটে উঠেছে এই মানুষগুলির বিচারের প্রহসন।
এর মধ্যে আছে, সক্রেটিস, যীশু, জোন অফ আর্ক থেকে শুরু করে অস্কার ওয়াইল্ড পর্যন্ত বিভিন্ন যুগের খতিয়ান।
Download and Join our Facebook Group
0 Comments