ঢাকা নামের শহর ও অন্যান্য - মুহম্মদ জাফর ইকবাল
তুমুল জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে সোচ্চার তাঁর কলম। সাধাসিধে ভাষায় মেরুদন্ড টানটান করে কথা বলেন তিনি। সম্প্রতি লিখেছেন ডিজিটাল টাইম, শিক্ষ্যানীতি, ক্রসফায়ার, ঢাকা শহরের যানজট,পিলখানা ট্রাজেডি ইত্যাদি নানা বিষয় নিয়ে। প্রকাশিত ও অপ্রকাশিত সেসব লেখা নিয়ে বেরোল এ বই।
Download and Comments/Join our Facebook Group