Ticker

6/recent/ticker-posts

বোতল পুরাণ - শ্রীশরচ্চন্দ্র পণ্ডিত

amarboi
বাংলার হাস্যরসপিপাসু পাঠকেরা আশা করি এই বোতলের হাস্যমদিরা পান করে আনন্দিত হবেন।
‘সোমরস পান করি যত দেবগণ,/ করিলেন সত্যযুগে অসাধ্য সাধন।’ ‘দাদাঠাকুর’ শরৎচন্দ্র পণ্ডিতের অভিনব বোতল পুরাণ ১৩৩২ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। প্রচ্ছদে ও নামপত্রে বোতল পুরাণ-এর তলায় লেখা ছিল: ভেণ্ডার— শ্রীশরচ্চন্দ্র পণ্ডিত। তখন ইংরেজ আমল। কলকাতার রাস্তায় গান গেয়েই পুস্তিকাটি ফেরি করতে বেরিয়েছেন দাদাঠাকুর। ধেয়ে এল ব্রিটিশ পুলিশ, তাঁদের জন্য তৎক্ষণাৎ বানিয়ে ইংরেজিতে গান ধরলেন তিনি। শ্বেতাঙ্গ পুলিশ তো থ, নগ্নগাত্র ও পাদুকাবর্জিত এমন এক হকারকে ইংরেজিতে গান গাইতে দেখে। শুধু উৎসাহ জোগাতেই আট কপি কিনে নিয়ে গেল তারা।

বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।

Post a Comment

0 Comments