Ticker

6/recent/ticker-posts

হুমায়ূননামা - গুলবদন বেগম

amarboi হুমায়ূননামা - গুলবদন বেগম

ইতিহাসের ছাত্র মাত্রেরই জানা আছে যে মির্জা জহিরুদ্দিন মহম্মদ বাবুর হিন্দুস্থানে আফগানি শাসনের অন্ত ঘটিয়ে মুঘল শাসনের প্রবর্তন করেন। ১৫২৬ এর এপ্রিল মাসে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্য দিয়ে সূচনা হয় ইতিহাসের এক নতুন অধ্যায়। হিন্দুস্থান বিজয়ের পর বাবুর নিজের নামের আগে মির্জা উপাধিটি ত্যাগ করে বাদশাহ এই উপাধি গ্রহন করেন। বাবুরের মৃত্যুর পর তাঁর পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। নিরুপদ্রবে রাজ্য ভোগ করা বাদশাহ হুমায়ুনের পক্ষে সম্ভব হয়নি। বিহারের পাঠান সরদার শেরশাহ সুরি সমস্ত পাঠান শক্তিকে সংহত করে হুমায়ুনের মোকাবেলা করেন এবং দুটি যুদ্ধে বাদশাহ হুমায়ুনকে এমনভাবে পরাজিত করেন যে বাদশাহকে হিন্দুস্থান ত্যাগ করে পালাতে হয় এবং ইরানের শাহ তহমাস-এর দরবারে আশ্রয় নিতে বাধ্য করে। শেরশাহের সংগে যুদ্ধতো ছিলোই তার উপরে বাদশাহ হুমায়ুনের জীবনে ছিল দীর্ঘকাল চলে আসা ভ্রাতৃবিরোধ, যার সমাপ্তি ঘটে মির্জা হিন্দালের মৃত্যু এবং মির্জা কামরানের চোখ অন্ধ করে দেয়ার পর। এরপর আবার দীর্ঘ লড়াইয়ের পর হুমায়ুন দিল্লির সিংহাসন উদ্ধার করেন এবং তার মৃত্যুর পর শাহাজাদা আকবর বাদশাহ হন। হুমায়ুনের জীবনে নানা ঘাত প্রতিঘাত, জয় পরাজয় নিয়ে লিখিত হয়েছে 'হুমায়ুননামা'।

Download and Join our Facebook Group

Post a Comment

3 Comments

Anonymous said…
THANKS A LOT......BOI GULIR VAGYA PARIBARTANER JONNYAA......EI PROCHESTA NA THAKLE AAJ THEKE HOYTO 50 YRS PARE KAGUJE FOSSILS HOYE EGULI BILUPTO HOTO....ANIRBAN,BURDWAN,WB
Anonymous said…
This is am old book, so quality is not up to the mark.