Ticker

6/recent/ticker-posts

এ কি খেলা - সমরেশ মজুমদার

শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০ সালে। স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ।
প্রথম গ্রুপ থিয়েটার করতেন। নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম লেখা 'দেশ' পত্রিকায়, ১৯৬৭ সালে। লেকাহ সম্পর্কে প্রথমে আদৌ সিরিয়াস ছিলেন না। প্রথম উপন্যাস 'দৌড়' ১৯৭৫ এ 'দেশ' পত্রিকায় বের হবার পর ভাবনা পাল্টালো। তাঁর প্রত্যেকটি উপন্যাসের বিষয় ভিন্ন, রচনার গতি এবং গল্প বলার ভঙ্গী পাঠিকদের আন্দোলিত করে। চা-বাগানের মদেসিয়া সমাজ থেকে কলকাতার নিম্নবিত্ত মানুষেরা তাঁর কলমে উঠে আসেন রক্ত-মাংস নিয়ে।
১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এছাড়া 'দৌড়' চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে বি এফ যে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে 'কালবেলা' উপন্যাসে পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার।
তার নতুন উপন্যাস "এ কি খেলা" ডাউনলোড করুন নিচের লিঙ্কটি থেকে।

Download Now

Post a Comment

1 Comments

Not a good quality scan, excessive watermarks on each page. Don't bother.