ডাকঘর - রবীন্দ্রনাথ ঠাকুর
ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক-সাংকেতিক নাটক। ১৯১২ সালের ১৬ জানুয়ারি নাটকটি প্রকাশিত হয়। নাটকটিতে নাট্যবস্তু বা আখ্যানভাগ সুসংহত নয়; বরং একান্ত সংলাপ-সর্বস্ব এই নাটকের বিষয়বস্তু বিশ্বাত্মার সঙ্গে জীবাত্মার যুক্ত হওয়ার পরম আকাঙ্ক্ষার গূঢ় তত্ত্ব। তথাপি নাটকটি বেশ জনপ্রিয়। ডাকঘর একাধিক ভাষায় অনূদিতও হয়েছে।
0 Comments