ইমদাদুল হক মিলন (জন্ম সেপ্টেম্বর ৮, ১৯৫৫, মেদিনী মণ্ডল, লৌহজং, বিক্রমপুর) বাংলাদেশের একজন কথাসাহিত্যিক ও নাট্যকার। তিনি গল্প, উপন্যাস এবং নাটক এই তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়েছেন। কিশোর বাংলা নামীয় পত্রিকায় শিশুতোষ গল্প লিখে তার সাহিত্যজগতে আত্মপ্রকাশ। ১৯৭৭ খৃস্টাব্দে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় 'সজনী' নামীয় একটি ছোট গল্প লিখে পাঠকের দৃষ্টি আর্কষণ করতে শুরু করেন।
তারপর বাকিটা সব ইতিহাস, আজ ইমদাদুল হক মিলন বাংলাদেশের একজন খ্যাতনামা লেখক। তার নতুন উপন্যাস "লিলিয়ান তুমি অন্ধ বালিকা" ডাউনলোড করে ফেলুন নিচের লিঙ্ক থেকে।
0 Comments