Ticker

6/recent/ticker-posts

জীবনী ও রচনা - রাজা রামমোহন রায়

amarboi জীবনী ও রচনা - রাজা রামমোহন রায়

রামমোহন রায়, অথবা রাজা রাম মোহন রায় লেখা হয় রাজা রামমোহন রায় (মে ২২, ১৭৭২ – সেপ্টেম্বর ২৭, ১৮৩৩) প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষা ক্ষেত্রে তিনি উল্ল্যেযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। তিনি সবচেয়ে বেশী বিখ্যাত হয়েছেন, সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। তখন হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে যেতে বা আত্মহুতি দিতে বাধ্য করা হত।
রামমোহন রায় কলকাতায় আগস্ট ২০,১৮২৮ সালে ইংল্যান্ড যাত্রার আগে দ্বারকানাথ ঠাকুরের সহিত ব্রাহ্মসমাজ স্থাপন করেন।পরবর্তী কালে এই ব্রাহ্মসমাজ এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন ও বাংলার পূনর্জাগরণের পুরোধা হিসাবে কাজ করে।

Download and Join our Facebook Group

Post a Comment

1 Comments

Riton Khan said…
Mediafire link is below;

http://www.mediafire.com/?kp151fl1kckci6g