Ticker

6/recent/ticker-posts

ম্যাক্সিম গোর্কি - মা (অখন্ড)

amarboi ম্যাক্সিম গোর্কি - মা (অখন্ড)অ্যালেক্সেই ম্যাক্সিমভিচ পেশকভ; পেননেম ম্যাক্সিম গোর্কি (১৮৬৮-১৯৩৬); একজন রাশিয়ান রাইটার। "মা" উপন্যাসের জন্য তিনি জগতবিখ্যাত। যদিও মা ছেলের সম্পর্কই উপন্যাসটির মূলবিষয়, তথাপি একটি সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য তৈরি হতে থাকা রাশিয়ার রাজনীতিক পরিস্থিতি বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করার কারণে এই ঔপন্যাসিক বিশ্বসাহিত্যে বিশেষ স্থান ও প্রশংসার পাবার দাবী রাখেন; যা তিনি ন্যায্যভাবেই পেয়েছেন। "মা" উপন্যাসটির সামাজিক মূল্য এক কথায় তুলনাহীন। একটি উপন্যাস একটি জাতির বিবেককে ব্যাপকভাবে বদলে দিয়েছে, তুমুলভাবে আলোড়িত আলোকিত করেছে, এমন এক্সাম্পল বিশ্বসাহিত্যে আর বিশেষ আছে বলে মনে হয় না। পেলাগেয়া নিলভনা নামের একজন অতিসাধারণ 'মেয়েমানুষ' কি করে সময়ের প্রয়োজনে আস্তে আস্তে রূপান্তরিত হন একজন রাজনীতিসচেতন 'ব্যাক্তি'তে, বুঝতে শেখেন সারাজীবন কি করুন কাটিয়েছেন শ্রেণিগত নির্যাতন ও লিঙ্গগত অবস্থানের অসহায় শিকার; তা চমত্‍কার বর্ণনা করেছেন গোর্কি তাঁর দুর্দান্ত ভাষারীতিতে লেখা এই উপন্যাসটিতে। ব্যাক্তিগতভাবে পাভেল পারেনি, সাইবেরিয়ার তুষারে তিমিরশীতল নির্বাসনের কাল কাটাতে গেছে; কিন্তু বারো বছরের মাথায় সমষ্টিগতভাবে বাস্তবায়িত হয় পাভেল ও পাভেলের মতো আরও অসংখ্য সাম্যবাদী যুবকের স্বপ্ন, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র : সোভিয়েত ইউনিয়ন; অগণিত 'মা'য়ের স্যাক্রিফাইসের বিনিময়ে......... এক কথায় অদ্ভূত সুন্দর একটা উপন্যাস, সময় পেলেই পড়তে পারেন !
Download and Join our Facebook Group