মনের মানুষ – সুনীল গঙ্গোপাধ্যায়
ফকির লালন সাঁই (১৭৭৪-১৮৯০) দুই শতাব্দীরও আগে সমাজ-নদীর বিপক্ষ স্রোতে ভেলা ভাসিয়েছিলেন। ‘জীবনেরও জীবন সাঁই’কে পাওয়ার সাধনার পাশাপাশি এক ঘোরতর লড়াইয়ে নেমেছিলেন জাতপাত, শাস্ত্র-সংস্কার, সম্প্রদায়-বিদ্বেষ, শ্রেণী-শোষণ আর জড়বুদ্ধির বিরুদ্ধে। ‘মানুষ সত্য’- এই তত্ত্বে দীক্ষিত হয়ে বন্যা-বর্বর আঁধার সরাতে বিশাল গ্রামীণ বাংলায় বিবেক-বুদ্ধি-মানবতার আলো জ্বেলেছিলেন। লালনের এই চেতনাকে সম্বল করে সব্যসাচী লেখক সুনীল গঙ্গোপাধ্যায় রচনা করেন তাঁর মনের মানুষ উপন্যাস।
নতুন স্ক্যান, নতুন ফাইল সাইজ ৪ মেগা।
Moner Manush - Sunil Gangopadhyay
2 Comments