ট্রেন টু পাকিস্তান - খুশবন্ত সিং
ট্রেন টু পাকিস্থান" বইটির মাধ্যমে সাংবাদিক খুশবন্ত সিং ঔপন্যাসিক হিসাবে আত্নপ্রকাশ করেন।তিনি তার প্রথম বইতেই আলোড়ন সৃষ্টি করেন।যদিও এটি তার প্রথম বই তবুও নির্দ্ধিধায় বলা যায় তিনি তার প্রথম বইতেই লেখক হিসাবে সফল।নি:সন্দেহে বইটিকে ভারতীয় সাহিত্যের অন্যতম রত্ন বলা যায়।
ট্রেন টু পাকিস্থান" বইটির মাধ্যমে সাংবাদিক খুশবন্ত সিং ঔপন্যাসিক হিসাবে আত্নপ্রকাশ করেন।তিনি তার প্রথম বইতেই আলোড়ন সৃষ্টি করেন।যদিও এটি তার প্রথম বই তবুও নির্দ্ধিধায় বলা যায় তিনি তার প্রথম বইতেই লেখক হিসাবে সফল।নি:সন্দেহে বইটিকে ভারতীয় সাহিত্যের অন্যতম রত্ন বলা যায়।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!