Ticker

6/recent/ticker-posts

মহাভারত - রাজশেখর বসু

Mahabharat Rajshekhar Basu
মহাভারত - রাজশেখর বসু
মহাভারতকে বলা হয়ে থাকে ভারতীয় চিৎপ্রকর্ষ তথা ধীশক্তির ইতিহাস। ‘ভারত’ - এখানে রাষ্ট্রিক কিংবা ভৌগোলিক অভিধার ভূখণ্ড নয়। ‘ভা’ - অর্থ অলৌকিক আলো, ‘রত’ অর্থ হচ্ছে বিকিরণ। তার সরল ভাবার্থ হচ্ছে - যা চিরকাল আলোর দিব্যতাকে ডেকে আনে। সেই ভাবগত অর্থে মহাভারত হচ্ছে ধীশক্তির আধার। এই মহাকাব্যকে নিয়ে যুগে-যুগে বহু গ্রন্থ রচিত হয়েছে। আগামীতে আরো বহু গ্রন্থ প্রণীত হবে। রাজশেখর বসুর সারানুবাদ অত্যন্ত মূলানুগ, যদিও খুব সংক্ষিপ্ত।