Ticker

6/recent/ticker-posts

আনন্দ তুমি স্বামী - দেবাশিস ঘোষ পর্ব ০২

ananda-tumi-swami-debashish-ghosh
আনন্দ তুমি স্বামী - দেবাশিস ঘোষ পর্ব ০২
তিনি সিমলার নরেন্দ্রনাথ দত্ত। তিনি বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ। সন্নাসী থেকে স্বপ্নদ্রষ্টা, পরিব্রাজক থেকে বিশ্বপথিক, আত্মজাগানিয়া থেকে চিন্তানায়ক এবং আরও বহুরূপে স্বামীজির প্রকাশ। অবশ্য তিনি নিজেকে বলতেন 'ভয়েস উইদাউট ফর্ম' - অশরীরী বাণী। এই উপন্যাসের সময়কাল তাঁর স্বল্পায়ু জীবনের শেষ সাড়ে চার বছর। গঙ্গার পশ্চিমতীরে অবস্থিত বেলুড় গ্রামে তখন মঠ স্থাপন করেছেন বিবেকানন্দ। সেবাব্রত উদযাপনের জন্য তার গুরুর নামে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছে তার আগেই। এবার মঠে একটু স্থির হয়ে বসতে চাইছেন শ্রান্ত বিবেকানন্দ। কিন্তু এই দেশ অদেশের মানুষ তাঁকে কেবলই ডাকছে। অপরিমেয় পরিশ্রমে ক্রমশ নিভে আসছে তাঁর জীবনদীপ। তবু তিনি দীপ্যমান, তিনি আনন্দময় অগ্নিপুরুষ। আজ থেকে ধারাবাহিক ভাবে এই উপন্যাসটি আমারবই এ প্রকাশিত হবে।
পাঠক বইটি পড়বে এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। আমরা চাই পাঠক বইটি পড়ুক, আলোচনা, সমালোচনা করুক, তাহলেই আমাদের সার্থকতা। নইলে এতো কষ্ট বৃথা, তাই আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। আর্থিক ভাবে আমাদের সহায়তা করবার জন্য, অনুরোধ রইলো আমারবই.কম এর প্রিমিয়াম সদস্য হবার। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এছাড়া কিছু সমস্যার কারনে আমরা আমাদের ডাউনলোড লিংকে পরিবর্তন এনেছি। এখন থেকে ফাইলটি ডাউনলোড করবার পর পাসওয়ার্ড হিসেবে amarboi.com ব্যবহার করুন। আর কিভাবে বই ডাউনলোড করবেন জানতে এইখানে ক্লিক করুন
You can follow us on Twitter or join our Facebook fanpage or even follow our Google+ Page to keep yourself updated on all the latest from Bangla Literature. Also try our chrome extension.

Post a Comment

0 Comments