বাঙলা ভাষার শত্রুমিত্র হুমায়ূন আজাদ
হুমায়ুন আজাদ বাংলাদেশের প্রথাবিরোধী ও বহুমাত্রিক লেখক। তিনি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক যার রচনার পরিমান বিপুল। জন্ম বিক্রমপুরের রাড়িখালে। ডক্টর হুমায়ুন আজাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সভাপতি। এই বইটিতে হুমায়ূন আজাদ বাংলাভাষা নিয়ে প্রচুর আলোকপাত করেছেন।
Download and Join our Facebook Group