| |
কালো বরফ - মাহমুদুল হক | |
মাহমদুল হক নামটির সাথে বর্তমানে যারা সাহিত্য রচনা করছে সবাই কমবেশি পরিচিত। কালো বরফ মাহমুদুল হকের এক অসামান্য সৃষ্টি। উপন্যাসটিকে দু’টো ভাগে ভাগ করা যায়। উত্তম পুরুষে করা শৈশব স্মৃতিচারণ আর তৃতীয় পুরুষে লেখা বর্তমান। কখনো কখনো দু’টো মিলেমিশে একাকার। পুরো উপন্যাস জুড়েই নিলির্প্ত একটা ভঙ্গি। বলছেন, পাঠক হিসেবে মন্ত্রমুগ্ধের মত হিসেবে পড়ে গিয়েছি। কখনো মনে হচ্ছিল এক স্মৃতিকাতর মানুষের কথা শুনছি। শৈশবের ছোট ছোট চিত্রগুলো জীবন্ত হয়ে ঘোরাফেরা করছে। কিছুক্ষণ পর আবার তিনি এক বিষণ্ণ মধ্যবয়স্ক স্বামী। স্ত্রী চিন্তায় কাতর। জীবন যন্রনায় কাতর। শেষে গিয়ে এমন মোচড় দেন, যাতে পাঠক হিসেবে বাকরুদ্ধ হয়ে যেতে হয়। পুরো উপন্যাস জুড়ে দেশভাগের কোনো ছায়া না থাকলেও এটি আসলে দেশভাগের পর বিপর্যস্ত একমানুষের গল্প, এক ভাই এর গল্প, চির বিষণ্ণ এক দম্পত্তির গল্প।