Ticker

6/recent/ticker-posts

পার্থিব - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

পার্থিব -  শীর্ষেন্দু মুখোপাধ্যায়পার্থিব - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব জগত আছে এবং প্রত্যেকেই নিজের মত করে চিন্তা করে, এই পার্থিব জীবনের চলার পথে অনেক চিন্তাভাবনা আমাদের মাথায় খেলে । অনেক প্রশ্ন মনে ঘুরপাক খায়,সচেতন কিংবা অচেতন মনে মাঝে মাঝে অনেক প্রশ্ন এসে দাগ কাটে, আসলে এই যে আমাদের জীবন এর উদ্দেশ্য কি ? আমরা কিসের দিকে অগ্রসর হচ্ছি এই রকম অনেক দার্শনিক প্রশ্নের কোন উত্তর আমরা খুঁজে পাই না । এই উপন্যাসে লেখক তার সৃষ্টি বিভিন্ন চরিত্র ও আধডজন কাহিনীর মাধ্যমে তুলে ধরেছেন এইসব প্রশ্নের উত্তর গ্রামবাংলা ও শহরের প্রেক্ষাপটে । বিষ্ণুপদের তিন ছেলের মধ্যে কৃষ্ণজীবন গ্রামের দরিদ্রতা ও সীমাবদ্ধতার মধ্যে থেকেও পড়াশুনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগদান করেন সাথে সাথে পরিবেশবিজ্ঞানী হিসাবে দেশ-বিদেশে তার নাম হয় , কিন্তু তারপরও তার সেই ছোট বিষ্ণুপুর গ্রামটি তাকে টানে । এই পৃথিবীর প্রতি তার অনেক মায়া কিন্তু পৃথিবী যে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে তা তিনি কাউকে বোঝাতে পারেন না তার স্ত্রীও তাকে বুঝতে পারে না।
সকল পাঠকদের বলতে চাই যে এই লেখক এর কোন বই যদি নাও পড়ে থাকেন তাইলে এই বইটা অবশ্যই পড়বেন,এত বড় একটা বই কিন্তু পড়ে বিন্দুমাত্র হতাশ হবেন না এইতা বলে দিতে পারি।




Download