আমারবই কেন জলছাপ প্রয়োগ করে?
জলছাপের জন্য বইপড়তে অনেক কষ্ট হয় তা যে কোন পাঠক মাত্রই স্বীকার করবেন। কিন্তু আমারবই কেন এই ঝামেলা দায়ক পদ্ধতি অবলম্বন করে চলেছে এই প্রশ্নের উত্তর আমি ব্যাখ্যা করছি।
প্রথম এবং একমাত্র কারণঃ আমারবই কখনই প্রকাশক বা লেখকদের ক্ষতি কামনা করেনি, করবেও না। কিন্তু কিছু অসৎ ব্যাবসায়ি যারা প্রবাসে বিভিন্ন ধরনের দোকানের ব্যাবসা করেন তারা অনলাইন এর বিভিন্ন সাইট থেকে বই নামিয়ে প্রিন্ট করে তাদের দোকানে বিক্রয় করছেন, আমাদের কাছে সে রকম কিছু দোকানের প্রমাণ রয়েছে, যেমন ইউরোপ, আমেরিকা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। আমারবই এর কাছেও বেশ কয়েকবার অনুরোধ এসেছে যে জলছাপবিহীন বই তার কিনে নিতে চান। কিন্তু এই অসৎ উদ্দেশ্যের কারনে আমরা তাদের কোন সাড়া দেইনি।
অ্যাডমিন
রাসেল
২৭শে এপ্রিল ২০১৩
10 Comments