Ticker

6/recent/ticker-posts

সুলতান - হাসনাত আবদুল হাই

Sultan Hasanat Abdul Hyeসুলতান - হাসনাত আবদুল হাই
এদেশে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে সুলতান এক কিংবদন্তী পুরুষ। উপন্যাসের চেয়েও রোমাঞ্চকর তাঁর জীবন। ব্যতিক্রমী ব্যক্তিত্ব, বিচিত্র জীবন যাপন এবং শিল্প-শৈলীর নির্ভুল স্বাতন্ত্রের জন্য তাঁকে নিয়ে অপার কৌতূহল, বিস্ময় এবং শ্রদ্ধাবোধ অসংখ্য জনের। সেই সুলতানকে নিয়ে এই উপন্যাস। জীবনীভিত্তিক হয়েও সম্পূর্ণ নতুন আঙ্গিকে লেখা উপন্যাসটি সাময়িকীতে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে সুধিজনের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়। এর কাহিনী শিল্পী সুলতানকে নিয়ে আবর্তিত হলেও এতে ছয় দশকের ব্যাপ্তিতে চলমান ঘটনার বর্ণনা যেমন রয়েছে, তেমনি ব্যক্তি ও সমাজ জীবনের আশা-আকাঙ্ক্ষা এবং ইতিহাসের পতন ও অভ্যুদয়ের বন্ধুর গতিপথ অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে বিধৃত হয়েছে। এছাড়া কোন শিল্পীর জীবদ্দশায় তাঁকে নিয়ে সম্পূর্ণ উপন্যাস লেখার প্রচেষ্টা সম্ভবত বাংলাদেশে এই প্রথম।
Download
Sultan - Hasanat Abdul Hye