আপন খেয়ালে চলেন রাজা - চিত্রা দেব
রাজারাজড়াদের যুগ বিগত, কিন্তু তাদের সম্পর্কে কৌতুহল আজও জাগ্রত। বিশেষত তাদের রাজকীয় মেজাজ, আমোদপ্রমোদ, শখ-বাতিক, সাধ-আহলাদ কি খামখেয়ালিপনার গল্প এখনও আগ্রহ জাগায়। বর্ণনার গুণে প্রতিটি কাহিনীই যেন জীবন্ত। তাকে আরোও জীবন্ত করে তুলেছে সুব্রত চৌধুরীর পাতায় পাতায় ছড়ানো চোখ-জুড়ানো অসংখ্য ছবি।
রাজারাজড়াদের যুগ বিগত, কিন্তু তাদের সম্পর্কে কৌতুহল আজও জাগ্রত। বিশেষত তাদের রাজকীয় মেজাজ, আমোদপ্রমোদ, শখ-বাতিক, সাধ-আহলাদ কি খামখেয়ালিপনার গল্প এখনও আগ্রহ জাগায়। বর্ণনার গুণে প্রতিটি কাহিনীই যেন জীবন্ত। তাকে আরোও জীবন্ত করে তুলেছে সুব্রত চৌধুরীর পাতায় পাতায় ছড়ানো চোখ-জুড়ানো অসংখ্য ছবি।