বেশ্যাপাড়ার পাঁচটি দুর্লভ সংগ্রহ
মনোজ্ঞ পাঠকের জনু পাঁচটি দুর্লভ বেশ্যা-বিষয়ক বই পুনর্মুদ্রিত হল আনন্দ প্রকাশিত এই সংগ্রহে। কলকাতা শহরের নতুন আমোদে বাবুদের আকর্ষণ করার পাশাপাশি মেয়ে হিসাবে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই, সর্বত্রই বেশ্যারা গুরুত্বপুর্ণ হয়ে উঠেছিলেন উনিশ শতকে।
যে পাঁচটি বই রয়েছে এই সংগ্রহে তা হলো;
বেশ্যা গাইড (১৮৬৮),
বেশ্যানুরক্তি বিষমবিপত্তি (১৮৬৩),
পাঁচালী কমলকলি (১৮৭২),
বেশ্যাই সর্ব্বনাশের মূল (১৮৭৩),
এলোকেশী বেশ্যা (১৮৭৬)।
সম্পাদনা করেছেন মৌ ভট্টাচার্য।