Ticker

6/recent/ticker-posts

হৃদয়নদী - হরিশংকর জলদাস

Ridoynodi by Harisankar Jaladasহৃদয়নদী - হরিশংকর জলদাস
আমি ধীবরজীবন নিয়ে 'জলপুত্র' ও 'দহনকাল' লিখেছি। বারাঙ্গনাদের নিয়ে লেখা হয়েছে 'কসবি'। আর গেল বছর হরিজনদের নিয়ে লেখা হলো 'রামগোলাম'। এ ছাড়া আমার দুটি গল্পের বই আছে- 'জলদাসীর গল্প' আর 'লুচ্চা'। সবটাই দলিত-পতিত-অপমানিতদের নিয়ে লেখা। ভদ্রলোকরা এদের বলেন প্রান্তজন। আমি প্রান্তিক মানুষজনের জীবন-সমাজ নিয়ে লিখি। কারণ ওটাই আমার অভিজ্ঞতার এলাকা। জেলে, নাপিত, ব্যাধ, মুচি, ধোপা, মেথর, কামার, কুমোর- এদের বলা হয়েছে 'নমঃশূদ্র'। শূদ্র শব্দটির আগে 'নমঃ' লাগিয়ে বর্ণবাদীরা তাদের সম্মান জানালেও তা যে প্রকৃতপক্ষে কাগুজে, ওই শ্রেণীর মানুষরা তা ধীরে ধীরে বুঝতে শিখছে। প্রান্তজনদের অস্তিত্বের জানান দেওয়ার তাগিদে মূলত আমি ওদের নিয়ে লেখা শুরু করি। আরো একটা কারণ তো অবশ্যই আছে। আমি ও রকম নমঃশূদ্র বংশে জন্মেছি। তাই বোধ হয় নমঃশূদ্র সম্প্রদায়ের জীবন আমাকে আকৃষ্ট ও আবৃত করে। নগরজীবন নিয়ে উপন্যাস লেখার কোনো ইচ্ছা আমার ছিল না। কারণ ওই জীবনের মানুষদের অন্দরমহলের খবর আমি তেমন করে জানি না। আরো একটা কারণ আছে। দলিত মানুষদের নিয়ে উপন্যাস লেখার আরো অনেক প্রেক্ষাপট এখনো অলিখিত থেকে গেছে। এ ছাড়া নগরজীবন নিয়ে বর্তমানে অনেক কথাকার গল্প-উপন্যাস লিখে যাচ্ছেন। তাই আমি ওই প্রেক্ষাপটে উপন্যাস লিখতে আগ্রহী ছিলাম না।
শেষ পর্যন্ত কিন্তু তা হলো না। কথাকার হুমায়ূন আহমেদের ছোট বোন সুফিয়া হায়দার তা হতে দিলেন না। চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত একটি সাহিত্যসভায় বক্তৃতা দেওয়ার চুক্তি ছিল আমার। দেশের নানা জেলা থেকে ভদ্রজনরা এসেছেন ওই সভায়। সভা শেষে একজন ভদ্রমহিলা এগিয়ে এসে বললেন, 'আমি আপনার উপন্যাস পড়ি। আমার পরিবারের প্রায় সবাই আপনার লেখা পছন্দ করে। সবচেয়ে বেশি পছন্দ করে আমার মা।' এ কথার উত্তরে কী বলব ভেবে আমতা আমতা করছি। পাশে দাঁড়ানো এক অধ্যাপক বললেন, সুফিয়া হায়দার হুমায়ূন আহমেদের ছোট বোন। আমি সচকিত হয়ে তাঁর দিকে তাকালাম। উনি বলে চলেছেন, 'আপনি শুধু দলিত প্রান্তমানুষদের নিয়ে লেখেন। শিক্ষিত মধ্যবিত্ত জীবন নিয়ে নয় কেন?' বললাম- ওই জীবন যে আমার জানা নেই। সুফিয়া হায়দার বললেন, 'আপনার উত্তরটি সঠিক নয়। আপনি তো বর্তমানে শিক্ষিত মধ্যবিত্তের জীবন যাপন করছেন। আপনার চারপাশে শিক্ষিত মানুষজন ছড়িয়ে আছে। তাদের নিয়ে লিখুন।'
তো সুফিয়াদির এই কথা থেকে আমার 'হৃদয়নদী' লেখা
Download and Join our Facebook Group
Ridoynodi by Harisankar Jaladas in pdf