এখন বলি কিভাবে এটা কাজ করবে। যথারীতি শেয়ারিং অপশন নির্ধারন করার পরে আপনার দুইটি ডাউনলোড অপশন দেখতে পাবেন ঠিক এই রকম;
আপনি ইচ্ছা করলে Download আইকন এ ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আবার ইচ্ছা করলে Save to Dropbox আইকন এও ক্লিক করতে পারেন।
Save to Dropbox আইকন এ ক্লিক করলে একটি ছোট window খুলবে যেখানে আপনাকে বলবে আপনার নিজের Dropbox একাউন্ট লগইন করে লিঙ্ক করতে আমার বই এর সাথে। লিঙ্ক সম্পন্ন হলে আপনি তখন বইটি (pdf) আপনার ড্রপবক্স এ সেভ করতে পারবেন।
আমাদের মত যে সকল পাঠকরা ইবুক রিডারে বই পড়েন তাদের জন্য এক প্রকার সুবিধাই হলো। এখন আর আপনাকে বইটি পিসি থেকে ইবুকে লোড করতে হবে না। বাজারের এখন প্রায় সব ইবুক ডিভাইস dropbox connection সাপোর্ট করে। সুতরাং আপনার ইবুক রিডারের মাধ্যমে dropbox থেকে সহজেই বইটি নামিয়ে পড়তে পারবেন।
কোন সাহায্যের প্রয়োজন হলে নিচের মন্তব্য বক্সে কমেন্ট করতে পারেন।
নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন।
এই ফিচারটি শুধুমাত্র নভেম্বর ০১ তারিখ ও আগামী বই (পোষ্ট) গুলোর জন্য প্রযোজ্য।
0 Comments