ভূমিকা
দৌড় আমার প্রথম উপন্যাস, প্রথম প্রেমে পড়ার মতো। অথচ গল্প লিখছি
অনেকদিন। কখনো মনে মনে, দেশ পত্রিকায় তো দশ বছর। অদ্ভুত ব্যাপার,
উপন্যাস লেকার কথা ভাবিনি কখনো ।
হয়তো কোন কালেই লিখতাম না যদি একটি মা্নুষ না থাকতেন। তিনি শ্রীসাগরময় ঘোষ।
স্নেহ, সহানুভূতি এবং অনুপ্রেরণা ঝরণার মতো এই হিমালয়সদৃশ মানুষটির
কাছাকাছি হয়ে একটি পেয়ে গেলাম।
মাছেরা কি ঝরণার কাছে ঘুরে ফিরে কৃতজ্ঞতা জানায়?
কি জানি । শুধু জানি ওদের জলজ বলা হয়ে থাকে।
0 Comments