সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক লেখালেখি করছেন ছয় দশক ধরে। নিজেকে কবি হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রথিতযশা এই কবি একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রবন্ধকার, অনুবাদক, চিত্রনাট্য রচয়িতা, সংলাপ লেখক ও গীতিকার। তাঁর জন্ম ২৭ ডিসেম্বর ১৯৩৫ সাল, কুড়িগ্রামে।
শুভ জন্মদিন সৈয়দ শামসুল হক। আমার বইয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
এই সুযোগে সৈয়দ শামসুল হকের কিছু বই পড়ে ফেলুন।
মার্জিনে মন্তব্য - সৈয়দ শামসুল হক
নিষিদ্ধ লোবান - সৈয়দ শামসুল হক
নূরলদীনের সারাজীবন - সৈয়দ শামসুল হক
খেলারাম খেলে যা - সৈয়দ শামসুল হক
তিমির অবগুন্ঠনে - সৈয়দ শামসুল হক
0 Comments