ইস্তাম্বুল - ওরহান পামুক
ইস্তাম্বুল মানেই সে গৌরবময় শহরের ইতিকথা, ইস্তাম্বুল মানেই অটোমান রাজ্যের গর্বিত এক নগরের নাম, ইস্তাম্বুল মানেই কোন এক সভ্যতার চোরাবালিতে ভাঙা ইট কাঠের দেয়ালের উপর দাঁড়িয়ে থাকা পুরাতন একটা শহরের ইতিবৃত্ত, ইস্তাম্বুল মানেই এক গর্বিত অস্তিত্বের ঠিকানা, আনন্দময় বিষাদেভরা এক তুর্কি লেখকের অনন্য আত্মকথন। পামুক ইস্তাম্বুলের সেই গৌরবগাঁথাকেই এক চুমুকে তুলে এনেছেন তার বিখ্যাত স্মৃতিগ্রন্থ ‘ইস্তাম্বুল’-এ।
Download Now
Istanbul - Orhan Pamuk Bangla Onubad in pdf