শ্রেষ্ঠ উপন্যাস - মানিক বন্দ্যোপাধ্যায়
'পুতুলনাচের ইতিকথা'র কুসুম যখন শশীকে বলে তার কাছে দাঁড়ালে তার শরীর 'এমন কেন করে' তখন শশী যে বলে, 'শরীর শরীর। তোমার মন নাই কুসুম?' তাতেও কিন্তু শরীর মিথ্যে, ভুল অথবা গুরুত্বহীন হয়ে যায় না। উদলা গায়ে স্নান করার সময় কেউ দেখলো না ভেবে মতি যেমন খুশি হয়, তেমনি কেউ দেখলেও যে সে তাতে সৌন্দর্যই খুঁজে পেত, এ উপন্যাসেই শুধু নয়, মানিকের উপন্যাসগুলোরও এ এক সাধারণ বৈশিষ্ট্য।
Shreshtho Uponnays - Manik Bandapadhyay in pdf