দি সিক্রেট (বই) - রোনডা বার্ন
আমরা হতবাক যে এই রকম একটা বই বাংলায় অনুবাদ হতে পারে। কি নিদারুন অপচয় এই অনুবাদকের। এমন কোন নতুন কিছু নাই এই বইতে যা সাধারন বুদ্ধি সম্পন্ন মানুষ জানে না। লেখিকা আকর্ষন তত্ব নিয়ে বকবক করে গিয়েছেন। যা এক কথায় সারা যায় "সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ"। Oprah কোন বই endorse করলেই সেই বই ভালো বই হয়ে যায় না।
তবুও পাঠকদের সাথে শেয়ার করছি কারন অনেকেরই হয়তো পছন্দ হবে। যারা ভাবছেন life sucks তাদের অনুপ্রেরনা জাগালেও জাগাতে পারে। so happy reading........
আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন