Ticker

6/recent/ticker-posts

কেতাবি খবর ১৮ই জানুয়ারি ২০১৪, শনিবার


টমাস হার্ডি (১৮৪০-১৯২৮) একজন কালজয়ী লেখক। কথাশিল্পী এবং নাট্যকার উভয়ই। কথাশিল্পী হিসেবে তার গভীর জীবননিষ্ঠা, বাস্তববাদ, øিগ্ধ কৌতুকবোধ ও মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ ক্ষমতা তাকে বিশ্বের প্রথম সারির লেখক হিসেবে পরিণত করেছে। টমাস হার্ডির সাহিত্যকর্মে যে বস্তু সত্যিকার পাঠক বা সমালোচকরা দৃষ্টি অনিবার্যভাবে আকর্ষণ করে তা হলো-তার সততা, তার করুণা, আর তার ক্রোধ। সাহিত্যিক নিষ্ঠায় টমাস হার্ডি অনন্য। যা নিয়ে তিনি লিখেন সে সম্পর্কে তার জ্ঞান প্রত্যক্ষ ও গভীর। হালকাভাবে চটুল ভঙ্গিতে শুধু লেখার জন্য লেখা তার সাহিত্যকর্মের অঙ্গীভূত নয়। সমাজের নানা স্তরে অন্যায়-অবিচার তিনি প্রত্যক্ষ করেছেন, তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। ভাগ্যবিড়ম্বিতের জন্য তার মনে জেগেছে অপরিসীম দরদ আর অন্যায়কে যারা জন্ম দেয়, শোষণ করে নেয়, চিরস্থায়ী করে রাখতে চায়, তাদের প্রতি তার ক্রোধ দুর্দম। প্রগাঢ় জীবনবোধে টমাস হার্ডি সাহিত্য উদ্দীপ্ত। জীবনের প্রতি টমাস হার্ডি সর্বব্যাপী শ্রদ্ধা এবং বাস্তবকে অস্বীকার না করে কল্পনার রাজ্যে তার স্বচ্ছন্দ বিহার, কি চরিত্র সৃষ্টিতে, কি ঘটনার পরিবেশনে, টমাস হার্ডির সাহিত্যকে একাধারে বাস্তবমুখী ও কল্পনায় সুষমামণ্ডিত করেছে। কিন্তু টমাস হার্ডির আসল পরিচয় কুশলী ঔপন্যাসিক হিসেবে। তার কাহিনী আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সহজেই টেনে নিয়ে যায়। তার উপন্যাসের পাত্র-পাত্রীরা আমাদের খুব কাছের মানুষ হয়ে ওঠে। আমরা তাদের সঙ্গে একাত্মতা অনুভব করি। উপন্যাস লিখে টমাস হার্ডি সারা বিশ্বে তার জীবতকালেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বর্তমানেও তিনি সমানভাবে বিশ্বে সমাদৃত।

Post a Comment

0 Comments