আটপৌরে দিনপঞ্জি - ফাদার দ্যতিয়েন
তাঁর জীবনের নয় দশকের তথ্যপঞ্জি কেউ যদি করতে বসেন, ফাদার পল দ্যতিয়েন তাঁকে মিষ্টি করে বকে দেবেন নিশ্চয়। কারণ সালতামামি, তথ্যপঞ্জি ইত্যাকার যাবতীয় পণ্ডিতি আলোচনায় তাঁর রুচি নেই, তিনি বরং অনেক অনেক বেশি আগ্রহী মানুষ সম্পর্কে সরস স্মৃতিতে। এই তো সে দিন, তাঁর যে সাম্প্রতিকতম বইটি প্রকাশিত হল, সেই আটপৌরে দিনপঞ্জি-র (আনন্দ) ভূমিকায় সাফ লিখছেন, ‘ডায়েরি বলুন, রোজনামচা বলুন, দিনপঞ্জি বলুন, স্মৃতিচিত্র বলুন, আমার এই যাবতীয় রম্যকাহিনি কল্পনামিশ্রিত আত্মকথা, উত্তমপুরুষে রচিত। এতে রমণীয়তা সাধনার্থে ঐতিহাসিকতা পুঙ্খানুপুঙ্খভাবে রচিত হয়নি।’ তা না হোক, বাংলা গদ্যের এই আশ্চর্য কবির জীবনচরিত খুঁজলে মিলবে বিচিত্র এক জীবনধারা। ১৯২৪-এর ৩০ ডিসেম্বর বেলজিয়ামের ছোট্ট শহর রশফর-এ জন্ম। এই জেসুইট সন্ন্যাসীর মাতৃভাষা ফরাসি। ধর্মীয় জীবন শুরু ১৯৪২-এ। ১৯৪৯-এ কলকাতায়। বাংলা ভাষা চর্চার শুরু কেরি সাহেবের শ্রীরামপুরেই। ক্রমে তা নিবিড় এক ভালবাসা। ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিক লিখতে শুরু করলেন ‘ডায়েরির ছেঁড়া পাতা’। প্রকাশমাত্রেই সেই ধ্বনিমধুর, রসময় গদ্য আর বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি গভীর প্রেম উচ্ছ্বসিত প্রশংসা পায়। দীর্ঘ ব্যবধানে ২০০৭-এ আবার বাংলা ভাষায় লিখতে শুরু করেন।
Download
Aatpoure Dinapanji - Father Detienne |PDF|4 MB|
8 Comments
পাঠক বইটি পড়বে এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য।
Read more books at: http://www.amarboi.com/2014/02/aatpoure-dinapanji-father-detienne.html
Copyright; www.amarboi.com
plzz link ta fix korun