বিষাদবিন্দু শামিম আহমেদ
এই উপন্যাসের পটভূমি স্পতম শতাব্দীর সিরিয়া। হজরত মহম্মদের মৃত্যুর পর খলিফা পদ নিয়ে বিরোধ যখন তুঙ্গে তখন শিয়াপন্থীদের পরাজিত করে খলিফা হন আবু বকর। তার পরে আসেন হজরত ওমর ফারুক এবং হজরত ওসমান। চতুর্থ খলিফা হজরত আলির সঙ্গে বিরোধ বাধে হজরত মুহম্মদের একজন ঘনিষ্ঠ সঙ্গী হজরত মাবিয়ার। বিরোধের মীমাংসা হেতু ঠিক হয়, মাবিয়া আলির পরে খলিফা হবেন। গোল বাধে এটা নিয়ে যে তার পরে খলিফা হবেন কে? একদিকে হজরত আলির পুত্র হাসান, অন্যদিকে মাবিয়ার পুত্র এজিদ। হাসানকে গোপনে বিষ প্রয়োগ করে হত্যা করে এজিদ। এর পরের যুদ্ধ হাসানের অনুজ হোসেনের সঙ্গে এজিদের। যা কারবালার জঙ্গ নামে পরিচিত।
এজিদ কি সত্যি খুব খারাপ লোক ছিলেন, তিনি কি কাফের? এজিদের কোন জীবনী নেই। পাওয়া যায় না তার কবরের খোজও। অথচ ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ চরিত্র। এজিদ সংগীতজ্ঞ ছিলেন। বাদ্যযন্ত্র বাজাতেন নিপুণ হাতে। প্রেমিক এজিদ, পিতা এজিদ, যোদ্ধা এজিদ, বেহালায় ছড় টেনে কাদেন। কেন? তিনি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েন। সেই ঘোড়া কি লৌকিক ছিল, তাহলে কেন তার বুকে পা তুলে দাড়াল? তারপর?...
এই উপন্যাসের পটভূমি স্পতম শতাব্দীর সিরিয়া। হজরত মহম্মদের মৃত্যুর পর খলিফা পদ নিয়ে বিরোধ যখন তুঙ্গে তখন শিয়াপন্থীদের পরাজিত করে খলিফা হন আবু বকর। তার পরে আসেন হজরত ওমর ফারুক এবং হজরত ওসমান। চতুর্থ খলিফা হজরত আলির সঙ্গে বিরোধ বাধে হজরত মুহম্মদের একজন ঘনিষ্ঠ সঙ্গী হজরত মাবিয়ার। বিরোধের মীমাংসা হেতু ঠিক হয়, মাবিয়া আলির পরে খলিফা হবেন। গোল বাধে এটা নিয়ে যে তার পরে খলিফা হবেন কে? একদিকে হজরত আলির পুত্র হাসান, অন্যদিকে মাবিয়ার পুত্র এজিদ। হাসানকে গোপনে বিষ প্রয়োগ করে হত্যা করে এজিদ। এর পরের যুদ্ধ হাসানের অনুজ হোসেনের সঙ্গে এজিদের। যা কারবালার জঙ্গ নামে পরিচিত।
এজিদ কি সত্যি খুব খারাপ লোক ছিলেন, তিনি কি কাফের? এজিদের কোন জীবনী নেই। পাওয়া যায় না তার কবরের খোজও। অথচ ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ চরিত্র। এজিদ সংগীতজ্ঞ ছিলেন। বাদ্যযন্ত্র বাজাতেন নিপুণ হাতে। প্রেমিক এজিদ, পিতা এজিদ, যোদ্ধা এজিদ, বেহালায় ছড় টেনে কাদেন। কেন? তিনি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েন। সেই ঘোড়া কি লৌকিক ছিল, তাহলে কেন তার বুকে পা তুলে দাড়াল? তারপর?...