গোবিন্দ সামন্ত - লালবিহারী দে
বাঙালি খ্রিস্টান রেভারেন্ড লালবিহারী দে (১৮২৪-৯৪) ছিলেন ইংরেজি সাহিত্য ও পাশ্চাত্য দর্শনের অধ্যাপক। লালবিহারী দে একই সঙ্গে ছিলেন শেকড়সন্ধানী এক জাতীয়তাবাদী সংস্কৃতি-ভাবুক। প্রগাঢ় ঐতিহ্যপ্রীতি নিয়েই তিনি ইংরেজিতে রচনা করেন বেঙ্গল পেজেন্ট লাইফ বা গোবিন্দ সামন্ত। দেশমাতৃকার কতটা গহিন ভেতরে প্রবেশ করতে পারলে এ ধরনের বই লেখা সম্ভব তা সহজেই অনুমেয়।
Download
Govinda Samanta - Lalbehari De