Ticker

6/recent/ticker-posts

দ্য শাইনিং - স্টিফেন কিং বাংলা অনুবাদ তানজীম রহমান

দ্য শাইনিং - স্টিফেন কিং বাংলা অনুবাদ তানজীম রহমান দ্য শাইনিং - স্টিফেন কিং বাংলা অনুবাদ তানজীম রহমান
ড্যানি! ৫ বছর বয়স্ক এক ক্ষুদ্র বালক। কিন্তু এই বালকের রয়েছে এক বিস্ময়কর প্রতিভা। রয়েছে প্রখর বুদ্ধিমত্তা এবং পর্যবেক্ষণ ক্ষমতা। রয়েছে অলৌকিক কিছু ক্ষমতাও। যখন তার বাবা ‘ওভারলুক হোটেল’ এর তত্ত্বাবধায়কের দায়িত্ব পান, তখন তার এই ক্ষমতা আরও বিপদজনকভাবে প্রতিফলিত হতে থাকে।

শীতের সময় এই হোটেলটি সংস্কারমূলক কাজের জন্য বন্ধ হয়ে যায়, ফলে এখানকার অতিথিরা চলে যান অর্থাৎ এটি শুন্য হয়ে পড়ে। কিন্তু ২১৭ নম্বর কক্ষে এক রহস্যময়ী নারী থেকে যান। কিন্তু তিনি কখনো জনসমক্ষে আসেন না। আবার গভীর রাতে প্রায়ই মুখোশধারী কিছু ব্যক্তিকে লিফট দিয়ে উঠানামা করতে দেখা যায়। কিন্তু আসলে তারা কারা? গভীর রাতে হটাৎ করেই এই হোটেলটি যেন একটি প্রাণীর মতো জীবন্ত হয়ে উঠে! এই হোটেলে তো আধিভৌতিক রহস্যময় কিছু একটা আছেই! কিন্তু কি সেটি ?
Download