Ticker

6/recent/ticker-posts

বিজ্ঞান তৃষা

amarboi বিজ্ঞান তৃষা
বিজ্ঞান তৃষা একটি বাংলা ভাষায় প্রকাশিত বিজ্ঞান পত্রিকা। এই পত্রিকাটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে এটি প্রকাশিত হয়। এই পত্রিকা প্রকাশের সময় শুধু মনে হয় সারা বিশ্বে জ্ঞান চর্চায় যেন ভাঁটার টান দেখা যায়। কিছু দিন আগে পর্যন্ত আমাদের জেলায় নাই নাই করে তিন চার খানা বিজ্ঞান পত্রিকা বেরুত নিয়মিত ভাবে। গত দশকেই সে সব বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে এই কারণে নয় যে সেগুলির পাঠক ছিলনা বা সেগুলিতে অতি কঠিন কঠোর নিবন্ধ বা প্রবন্ধ ছাপা হত। বন্ধ হয়েছে জনপ্রিয় বিজ্ঞান লেখা পাওয়ার অভাবে। অবশ্য বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে নানা উপায়ে সিলেবাস পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে একটা প্রাতিষ্ঠানিক জ্ঞান চর্চা সুযোগ আছে বা চলছে। কিন্তু তা দিয়ে হয়ত অনেকটা জানা হয় তবু অনেকটাই বাকি থেকে যায় যা হতে পারতো আরও আরো বেশি বেশি করে। তাতে জ্ঞান বা শিক্ষা অর্জন ও প্রদান একসঙ্গে সীমানা অতিক্রম করে চলতে পারত।

Post a Comment

3 Comments

Rashedul Islam said…
ধন্যবাদ।
Satyabrata Pal said…
শ্রদ্ধেয় অ্যাডমিন, দর্শন-দিকদর্শন, রাহুল সাংকৃত্যায়ন-এর লেখা। এই বই টা আপলোড করতে পারেন? খুব উপকৃত হব এই বই টা পেলে।
Pritha Ganguly said…
ধন্যবাদ এডমিন