Ticker

6/recent/ticker-posts

ঋতুপর্ণ ঘোষের গদ্যগ্রন্থ 'ফার্স্ট পার্সন' খন্ড ০২

amarboi
ঋতুপর্ণ ঘোষের গদ্যগ্রন্থ 'ফার্স্ট পার্সন' খন্ড ০২
প্রয়াত ঋতুপর্ণ ঘোষের গদ্যগ্রন্থ 'ফার্স্ট পার্সন'৷ এই বহুমুখী সৃষ্টিশীল প্রতিভার একটি উল্লেখযোগ্য দিক ছিল, লেখালেখি৷ সারা জীবন ধরে নানা বিষয় নিয়ে ভেবেছেন তিনি৷ ব্যস্ততার মধ্যেও একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার রবিবারের ক্রোড়পত্র সম্পাদনার কাজ করেছেন৷ সেই সম্পাদকীয়গুলি তিনি লিখতেন, 'ফার্স্ট পার্সন' শিরোনামে৷ এই সব গদ্য রচনায় উঠে এসেছে তাঁর চিন্তাভুবনের বহুমাত্রিকতা৷ ঋতুপর্ণের অবচেতনায় সব সময়ই প্রখর হয়ে থাকত রবীন্দ্রনাথের উপস্থিতি৷ রবীন্দ্রনাথকে তিনি নানা দিক থেকে এবং নানা ভাবে ধরতে চেয়েছেন, আবিষ্কার করতে চেয়েছেন৷ আর তাঁর আর একটি প্রিয় বিষয়, যৌনতা৷ নর-নারীর সম্পর্ক ও তাদের ভিতরকার যৌনতা নিয়ে ঋতুপর্ণ নিরন্তর ভেবেছেন, নিজের উদ্ভাবনী শক্তি, সৃষ্টিশীলতা ও যুক্তি-মেধার মিশেলে যৌনতার জটিলতায় বার বার প্রবেশ করতে চেয়েছেন ও খনন চালিয়েছেন৷ তাকে বুঝে নিতে চেয়েছেন আপ্রাণ এবং নিজের মতো করে বোঝাতেও চেয়েছেন৷ এ ছাড়াও রয়েছে সিনেমা তৈরির নানা প্রেক্ষিত ও সে বিষয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্বাসের বর্ণনা৷ ঋতুপর্ণের মনোজগতের এক সার্থক প্রতিফলন এই সংকলন৷ আর রয়েছে দুর্লভ সব ছবি৷ কোনও ছবিতে তিনি বিস্ময়াভূত হয়ে তাকিয়ে আছেন, কখনও তিনি এলোমেলো, কোথাও তিনি মেধাচ্ছন্ন ভাবুক, আবার কখনও তিনি সৃষ্টিতে মগ্ন৷ কোনও ছবিতে তাঁর ঠোঁটে সিগারেট, কোথাও তিনি নৃত্যে সৃষ্টিশীল, কখনও বিষণ্ণ বা উদাস, আবার কখনও উচ্ছ্বাসে ঝলমলিয়ে উঠেছেন৷ বইটি সম্পাদনা করেছেন, নীলা বন্দ্যোপাধ্যায়৷