উর্দুসাহিত্যের বিখ্যাত কথাশিল্পী কৃষণ চন্দর বাংলা ১৩৫০ সালের মহাদুর্ভিক্ষ নিয়ে লেখেন তাঁর উপন্যাসিকা অন্নদাতা। কলকাতার পথে পথে তখন অস্থিসর্বস্ব শিশু কাঁধে অভুক্ত মায়ের চিৎকার, ‘মাগো ফ্যান দাও, একটু ফ্যান দাও।’ সেই মন্বন্তর কৃষণ চন্দরকে প্রবলভাবে আলোড়িত করেছিল। এই কাহিনিতে আছে, ‘মন্বন্তরে ঝাঁকে ঝাঁকে যেভাবে মানুষের মৃত্যু হয়েছে, পিঁপড়ে ও ইঁদুরও এমন বীভৎসভাবে মরে না।’ কিন্তু এ বইয়ে শুধু ক্ষুধা আর অনাহারে মৃত্যুর কথাই নেই, আছে জীবনের কথাও।তারই অংশ একজন সেতারবাদকের সঙ্গে সমুদ্র থেকে উঠে আসা জেলেপল্পীর জলপরীর প্রেম। এই ছোট বইটি পড়তে শুরু করলে পাঠকের অজারেন্তই শেষ হয়ে যায়। তারপর বসে থাকতে হয় রুদ্ধবাক হয়ে।
Download and Join our Facebook Group
আমারবই.কম এর প্রিমিয়াম সদস্য হতে চাইলে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
কোন ডাউনলোড লিঙ্ক কাজ না করলে, নিচের কমেন্টস বক্সে লিখে আমাদের জানিয়ে দিন, আমরা যথা সম্ভব দ্রুততার সাথে আবার আপলোড করে দেবো।