সত্যজিৎ-ভাবনা
উজ্জ্বল চক্রবর্তী
পরশুরামের ছােটগল্প পরশপাথরের উৎস-বিন্দু ছিলেন জনৈক উকিল। পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লােক, পৈত্রিক বাড়িতে থাকেন, ওকালতি করেন। একদিন আদালত থেকে ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন। বাংলা সাহিত্যের এই সুখ্যাত উকিল সত্যজিতের ছবিতে হয়ে গেলেন সামান্য কেরানি। কিন্তু কেন? চরিত্রের পেশা-বদল কোনও বিশেষ বার্তা বহন করে কি? যে-বার্তায় নিগূঢ় আছে সত্যজিতের চিত্রনাট্যের সূত্র।
উজ্জ্বল চক্রবর্তী
পরশুরামের ছােটগল্প পরশপাথরের উৎস-বিন্দু ছিলেন জনৈক উকিল। পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লােক, পৈত্রিক বাড়িতে থাকেন, ওকালতি করেন। একদিন আদালত থেকে ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন। বাংলা সাহিত্যের এই সুখ্যাত উকিল সত্যজিতের ছবিতে হয়ে গেলেন সামান্য কেরানি। কিন্তু কেন? চরিত্রের পেশা-বদল কোনও বিশেষ বার্তা বহন করে কি? যে-বার্তায় নিগূঢ় আছে সত্যজিতের চিত্রনাট্যের সূত্র।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!