মহানায়ক - বরেন বসু
‘মহানায়ক’ সেই সময়ের কাহিনি যখন স্বাধীনতার পরে পরে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়। খুবই দুর্ভাগ্যের শিকার অনাদি সবে কলকাতায় এসে একটা অস্থায়ী চাকরি ও একটা ঘুপচি আস্তানা জুটিয়ে ঠিক করল গ্রাম থেকে চিরদুখিনী মা-কে নিয়ে আসবে। যেদিন শিয়ালদা স্টেশন থেকে তার ঠিকানায় মা-কে আনবে, সেদিনই ভোররাতে সে গ্রেফতার হল। কেন গ্রেফতার, কী তার অপরাধ কিছুই জানে না সে, এমনকী রিভলভার বাগানো গ্রেফতারকারী পুলিশ ইন্সপেক্টরও জানে না। লালবাজারে তাকে এনে ফেলে শুরু হল গ্রেফতারের কারণ অনুসন্ধানের প্রক্রিয়া, তিনদিন ধরে চলল তাকে কমিউনিস্ট বলে প্রমাণের প্রাণান্ত প্রচেষ্টা, দফায় দফায় জেরা। পূর্বে আনীত এক কয়েদি জানাল, সপ্তাহে কতগুলি কেস দিতে হবে, কতজনকে গ্রেপ্তার দেখাতে হবে, এসবের জন্যে পুলিশদের কোটা থাকে। ‘মহানায়ক’ এক কল্পিত কিন্তু স্বাধীন ভারতের প্রথম পর্যায়ের ঘোর বাস্তবের কাহিনি, যেন এক গোয়েন্দা-রহস্য, যার প্রতিটি পদে কী হবে তার জন্যে কৌতূহলে কণ্টকাকীর্ণ হতে হয়, যা অনেকসময় আমাদের কাফকার ‘বিচার’ উপন্যাসটির কথা মনে করিয়ে দেয়।
Download and Join our Facebook Group
0 Comments