শ্রীপান্থের কলকাতা - শ্রীপান্থ
‘অনুমান, কলিকাতা করিয়াছে সাজ,/ পরিয়াছে হীরা মণি পান্না পেসোয়াজ’-দীনবন্ধু মিত্রের ‘সুরধুনী কাব্য’-তে মহানগর বর্ণনার শুরুতেই রয়েছে এই আলোঝলমলে আবহের ইঙ্গিতবাহী শব্দগুলি। তখন ১৮৭০-এর দশক। ‘শহর’ কলকাতায় সে সময় বহু পরিবর্তন ঘটে গিয়েছে। ধীরে-ধীরে রূপ পাচ্ছে এক অতিকায় ঔপনিবেশিক স্বপ্ন-‘লন্ডন অফ দি ইস্ট’ গড়ার। শ্রীপান্থের এই ছোট-ছোট নিবন্ধে সামনে নিয়ে এসেছেন একের-পর-এক নথি-ঘটনা-ইতিহাস, অতীত, আধুনিক ও বর্তমান কলকাতাকে জানা ও বোঝার ক্ষেত্রে যা ভীষণ জরুরি। নিবন্ধগুলি তথ্যনিষ্ঠ। কিন্তু কখনওই তথ্যভারে ভারাক্রান্ত নয়।
0 Comments