অগ্নিপক্ষ - এ. পি. জে. আবদুল কালাম
প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম এর আত্মজীবনী উইংস অব ফায়ার এর বাংলা অনুবাদ অগ্নিপক্ষ। মাত্র ২০২ পৃষ্ঠার বইটি যারা পড়েছেন তাদের জন্য নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা বইটি পড়েননি তাদের জন্য এই বই । কিছু কিছু সাহসী মানুষের জীবনকথা কখনও কখনও ইতিহাসের পাতায় লেখা হয়নি ঠিকই, কিন্তও এসব নীরব মানুষই তাদের কঠোর পরিশ্রম দিয়ে জাতির প্রগতিকে কয়েক প্রজন্ম এগিয়ে দিয়েছেন।