জীবনের রেলগাড়ী - জসিমউদ্দিন মন্ডল
সবার চোখের আলোয় আলোকিত এই প্রখ্যাত রেল শ্রমিকনেতা জসিমউদ্দিন মন্ডল। 'জীবনের রেলগাড়ী' নামে তার লেখা একটি বই রয়েছে। রেলগাড়ীর মতই বহমান ৯০ বছরের জীবন, আজীবন কেটে গেল মানুষের জীবন জানতে। সাধারণ মানুষের ভাষায় অনলস বলতে জানা এই লড়াকু মানুষের দিকে তাকিয়ে মনে পড়ে যায় বিশ্বখ্যাত লেখক নিকোলাই অস্তোভস্কি'র আপন অবয়ব, পাভেল করচাগিনকে। ইস্পাত উপন্যাসের এই নায়কের মতই কমরেড জসিমউদ্দিন মন্ডল যেন বলছেন, 'আমার সমগ্র জীবন ব্যায় করেছি এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শের জন্য, মানুষের মুক্তির জন্য সংগ্রামে'। মুক্তির কোন সীমা নেই, সংগ্রামেরও শেষ নেই।
Download and Join our Facebook Group
সবার চোখের আলোয় আলোকিত এই প্রখ্যাত রেল শ্রমিকনেতা জসিমউদ্দিন মন্ডল। 'জীবনের রেলগাড়ী' নামে তার লেখা একটি বই রয়েছে। রেলগাড়ীর মতই বহমান ৯০ বছরের জীবন, আজীবন কেটে গেল মানুষের জীবন জানতে। সাধারণ মানুষের ভাষায় অনলস বলতে জানা এই লড়াকু মানুষের দিকে তাকিয়ে মনে পড়ে যায় বিশ্বখ্যাত লেখক নিকোলাই অস্তোভস্কি'র আপন অবয়ব, পাভেল করচাগিনকে। ইস্পাত উপন্যাসের এই নায়কের মতই কমরেড জসিমউদ্দিন মন্ডল যেন বলছেন, 'আমার সমগ্র জীবন ব্যায় করেছি এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শের জন্য, মানুষের মুক্তির জন্য সংগ্রামে'। মুক্তির কোন সীমা নেই, সংগ্রামেরও শেষ নেই।
Download and Join our Facebook Group