
প্রতিটি বাঙালির (যাঁরা খুঁজতে চেষ্টা করেন,কেন আমরা বিভক্ত হলাম) পড়া দরকার বলে মনে করি। কোন মতাদর্শের বোঝা চাপানোর চেষ্টা নেই। নেই কোন পক্ষপাতিত্ত্বের ঝক্কি। আছে, নিজ চোখে দেখা তৎকালিন সমাজ-ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় আস্থার বর্ণনা। একেবারে নির্ভেজাল সহজ ভাষায় লেখার অক্ষরে বলে গেছেন লেখক।
লেখক সম্পর্কে দু'একটি কথা :
ব্যক্তিজীবনে রাষ্ট্রদুত, স্বাধীনতা যুদ্ধে শহীদের পিতা আর বইটি স্বাধীনতা যুদ্ধের সময় কারাগারে অবস্থানকালে রচনার শুরু। Shared By: Yeadira BD
Download and Comments/Join our Facebook Group