কর্নেলকে কেউ লেখে না
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
কর্নেলকে কেউ লেখে না নভেলাটি গৃহযুদ্ধ ধ্বংস হয়ে যাওয়া একটি দেশের উপখ্যানই শুধু নয়, তাছনছ হয়ে যাওয়া একটি মহাদেশের কাহিনিও বটে। আত্মমর্যাদায় বলীয়ান, মাথা না-নোয়ানো, লড়াকু একজন অপেক্ষমাণ বৃদ্ধের এই গাথা জাতি-ধর্মনির্বিশেষে সকল মানুষেই গল্প। সহিংসতা এর মূল বিষয়, কিন্তু না আছে হত্যাযজ্ঞ, না আছে রক্তারক্তি, আছে শুধু অপেক্ষা, কর্নেলের অনন্ত প্রতীক্ষা। ধুলোবৃষ্টিময় একটি কলম্বীয় মফস্বল শহরের দুর্বহ ভাবের যে আবহ গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এই ছোট্ট মাস্টারপিসটিতে নির্মাণ করেছেন, তার তুলনা শুধু তিনি নিজেই।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!