কুষাণ সম্রাট কণিষ্ক - অমরজ্যোতি মুখোপাধ্যায়
কালস্রোতে ভেসে গেছেন কত রাজা মহারাজা সম্রাট। তবু তাদের মধ্যে মাথা উঁচু করে লুব্ধক নক্ষত্রের মতোই জ্বলজ্বল করছেন ভারতবর্ষের দুজন সম্রাট, অশোক ও কনিষ্ক। সম্রাট কণিষ্ক হয়তো সম্রাট অশোকের মত গভীর মননের অধিকারী ছিলেন না। কিন্তু বর্বর ইউ-চি তথা কুষাণ রক্ত সমৃদ্ধ এই সম্রাটের যে রূপান্তর ঘটেছিল তা বিস্ময়কর।
Download and Join our Facebook Group
0 Comments