সুফিয়া কামাল অন্তরঙ্গ আত্মভাষ্য - ভূমিকা-সম্পাদনা-আলাপ আবুল আহসান চৌধুরী
সুফিয়া কামাল আমাদের সমাজে স্মরণীয় হয়ে আছেন মূলত সাহিত্য-সংস্কৃতিচর্চা, নারীকল্যাণ ও প্রতিবাদী সামাজিক ভূমিকার জন্য। এদেশে নারী সার্বিক বিকাশের পথের বাধা দূর করতে তাঁর দীক্ষাদাত্রী রোকেয়ার মতোই আজীবন নিরলস কাজ করার পাশাপাশি একদল দায়বদ্ধ অনুগামীও তৈরী করে গেছেন। একজন সাধারণ ঘোরয়া রমনী অন্তরের অনুরোধে ও কালের দাবিতে কেমন করে সংগ্রামের পতাকা বহন করে রাজপথে সাহসী মিছিলে শামিল হতে পারেন। সুফিয়া কামাল তার দৃষ্টান্ত। তাঁর এই আলাপচারিতায় রূপান্তরিত বহুমাত্রিক এক মানুষের ছবি ফুটে ওঠে।
Download and Comments/Join our Facebook Group