সুজাতা- সুবোধ ঘোষ
'অনামী সংঘ' নামে একটি সাহিত্যচক্রে তিনি নিয়মিত উপস্থিত থাকতেন। সেখানে পঠিত প্রত্যেকটি লেখার সমালোচনা করতেন, কিন্তু নিজে পড়তেন না কোন স্বরচিত লেখা। সহধ্যায়ীদের হুকুম হল, তাঁকে পড়তে হবে নিজের লেখা গল্প কি প্রবন্ধ।
রবিবারের সন্ধ্যায় সভা। সকালে কাগজ কলম নিয়ে বসলেন তিনি। কী লিখবেন? ভাবলেন ফ্রয়েডের মনস্তত্ত্ব নিয়ে একটা প্রবন্ধ খাড়া করবেন। কিন্তু খানিকটা লিখে ভাল লাগলো না তাঁর। একটা গল্পই লিখে ফেললেন। একটি ড্রাইভার আর তার নড়বড়ে জগদ্দল মোটরের গল্প। নাম দিলেন "অযান্ত্রিক"। সাহিত্যে বাস্তবতার একটা নতুন অধ্যায় রচনা করলেন তিনি। একটি নতুন যুগের শুরু হল।
এই লেখকের একটি উপন্যাস নাম "সুজাতা"
Share By:Yeadira BD
Download and Comments/Join our Facebook Group