Ticker

6/recent/ticker-posts

ড্যাঞ্চিনামা (একটি স্মৃতির প্রত্নসন্ধান ) - পরিমল ভট্টাচার্য

amarboi ড্যাঞ্চিনামা (একটি স্মৃতির প্রত্নসন্ধান ) - পরিমল ভট্টাচার্য
সেই কত শত বছর আগে ব্যাথিত লাল বটফল খেয়েছিল এক শালিখ, উড়ে এসে বসেছিল সুতানুটির গঙ্গার ধারে একটি খেজুর গাছে। বিনির্গত বটের বীজ অংকুরিত হয়ে খেজুরগাছটিকে জড়িয়ে বেড়ে উঠল। একদিন সেই বটের ছায়ায় আপিস খুলে বসল এক ভিনদেশি বণিক। কালে কালে গড়ে উঠল মৃত শালিখের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো মহানগর। এভাবেই ছোটনাগপুরের জঙ্গলমহলে ভ্রমণ নিয়ে একটি ছোট্ট আখ্যান, তার ভাঁজে ভাঁজে সুপ্ত ভাবনার বীজ শিকড় ডালপালা ছড়িয়ে দিয়ে তৈরি হল একটি সম্পূর্ণ নতুন লেখা।
স্মৃতিকথা? আখ্যান? আঞ্চলিক ইতিহাস? হয়ত এই লেখাটির সঙ্গে তুলনা চলে মিশ্রমাধ্যম ইনস্টলেশান শিল্পের।

Download and Comments/Join our Facebook Group