চার্লি চ্যাপলিন-- মমতাজউদদীন আহমদ
চ্যাপলিন কতটুকু বোঝেন তাতে আমার কোন আগ্রহ নেই। তিনি কিভাবে অনুভব করেন তাতেই আমি আগ্রহী। যখন তিনি কোন অনুপ্রেরণার আওতায় যে ঘটনা অনুভব করেন, তাঁর এক সারি চিত্র প্রতিমা কল্পনায় দেখেন, হাস্যরসের মাধ্যমে অনুভূত ধারণাকে যখন কমিক পরিস্থিতি ও কৌশলের মধ্যে রূপ দেন, তখন তিনি কীভাবে তাকান আর দেখেন, তাতেই আমার আগ্রহ। কোন চোখে প্রথিবীর দিকে তাকালে চ্যাপলিন তাকে যেভাবে দেখেছেন সেভাবেই দেখা যাবে-- আমি তাই জানাতে চাই।
সবচেয়ে ভয়ানক, সবচেয়ে শোচনীয়, সবচেয়ে ট্রাজেক বস্তু ও বিষয়কে সহাস্য শিশুর দৃষ্টিতে দেখতে পারার ক্ষমতার মধ্যেই চ্যাপলিনের রহস্য এবং তাঁর দৃষ্টিভঙ্গির গোপনতা নিহিত। এখানেই তিনি অনুকরনীয়-- এতেই তিনি মহৎঃ
-- সার্গেই আইজেনস্টাইন
Scan & Shared By: Sisir Suvro
Download and Comments/Join our Facebook Group