মহাভারতে গুপ্তহত্যা - শামিম আহমেদ
আচমকা আক্রমণ করে খুন কিংবা ষড়যন্ত্র করে হত্যা অথবা সারপ্রাইজ অ্যাটাক। মহাভারতে এমন বহু উদাহরণ আছে। ছলের আশ্রয় নিয়ে বধ, শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নারকীয় হত্যালীলার নজির অনেক। নিজেদের সুবিধার জন্য নিষাদী ও তার পঞ্চপুত্রকে জীবন্ত দগ্ধ করা অথবা বেশি লাভের আশায় নিজের পুত্রদের গোপনে মেরে ফেলা, এ-ও ঘটেছে বার বার। মহাভারত খুঁজে এমন আঠারোটিরও বেশি গুপ্তহত্যার সন্ধান করেছেন শামিম আহমেদ। সেই সব হত্যার পিছনে কী ছিল উদ্দেশ্য ? সোমক রাজার পুত্রবধ, বিষকন্যা পাঠিয়ে গুপ্তহত্যা কীভাবে সম্ভব হয়েছিল ? ভীষ্মকে কি গুপ্তভাবে হত্যা করা হয়েছিল? জয়দ্রথের পিতা বৃদ্ধক্ষত্র কীভাবে মারা গেলেন? শ্রীকৃষ্ণের হত্যাকারী জর আসলে কে? সাধারণ পাঠক বা পুরাণ-আগ্রহী গবেষক ও পাঠকের আগ্রহ ও কৌতুহল উসকে দেওয়ার মতো গ্রন্থ ‘মহাভারতে গুপ্তহত্যা’।
আচমকা আক্রমণ করে খুন কিংবা ষড়যন্ত্র করে হত্যা অথবা সারপ্রাইজ অ্যাটাক। মহাভারতে এমন বহু উদাহরণ আছে। ছলের আশ্রয় নিয়ে বধ, শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নারকীয় হত্যালীলার নজির অনেক। নিজেদের সুবিধার জন্য নিষাদী ও তার পঞ্চপুত্রকে জীবন্ত দগ্ধ করা অথবা বেশি লাভের আশায় নিজের পুত্রদের গোপনে মেরে ফেলা, এ-ও ঘটেছে বার বার। মহাভারত খুঁজে এমন আঠারোটিরও বেশি গুপ্তহত্যার সন্ধান করেছেন শামিম আহমেদ। সেই সব হত্যার পিছনে কী ছিল উদ্দেশ্য ? সোমক রাজার পুত্রবধ, বিষকন্যা পাঠিয়ে গুপ্তহত্যা কীভাবে সম্ভব হয়েছিল ? ভীষ্মকে কি গুপ্তভাবে হত্যা করা হয়েছিল? জয়দ্রথের পিতা বৃদ্ধক্ষত্র কীভাবে মারা গেলেন? শ্রীকৃষ্ণের হত্যাকারী জর আসলে কে? সাধারণ পাঠক বা পুরাণ-আগ্রহী গবেষক ও পাঠকের আগ্রহ ও কৌতুহল উসকে দেওয়ার মতো গ্রন্থ ‘মহাভারতে গুপ্তহত্যা’।