আলো আছে আলো নেই - উম্মে মুসলিমা
সাহিত্যের প্রায় প্রতিটি ধারাতেই সমান পদচারণায় উম্মে মুসলিমার সরব উপস্থিতি থাকলেও ইদানিং ছোটগল্প লেখায় সময় দিচ্ছেন বেশি। কবিতার চেয়ে ছোটগল্প লেখা অধিক আশ্রমসাধ্য বলে তার মনে হয়। যদিও একটি সার্থক ছোটগল্প একটি দীর্ঘ কবিতা হয়ে ওঠে কারো কারো লেখার গুণে। কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, ছড়া সবগুলোতেই তিনি স্বচ্ছন্দ। এর আগে ২০০৮ সালে তার দুটি ছোটগল্পগ্রন্থ বেরিয়েছে। তার স্মৃতিময় গ্রাম ও মফস্বল জীবন থেকে। এছাড়াও মানবমনের বিচিত্র দিক যা সচরাচর গোচরীভূত নয়, সেগুলোকে কৌশলে পরিস্ফুটনের সাহস দেখিয়ে চলেছেন। আর নারীর প্রতি স্বাভাবিক পক্ষপাতিত্বে নারীর বঞ্চনার কথাতো রয়েছেই। গল্পগুলোর প্রায় সাময়িকীতে গত দু’বছরে প্রকাশিত। বড় কাজ অর্থাৎ উপন্যাস রচনায় হাত দেয়ার জন্য বন্ধু-শুভানুধ্যায়ীদের ক্রমাগত অনুরোধে বাধ্য হয়ে দুঃসাহস দেখাতে শুরু করবেন বলে ভাবছেন। যারা তার ছোটগল্পের মুগ্ধ পাঠক তাদের আগ্রহকে মাথায় রেখে কাজ করে যেতে চান উম্মে মুসলিমা- যদিও আলসেমি তার অতি প্রিয় বিষয়।